তোমার পায়ের নূপুর হবো 
দুলবো পায়ে দিবস যামী।
তোমার চলায় তুলব ধ্বণি
ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম।

আমায় রাখবে যখন তোমার পায়ে
ও দুই কোমল হাতের পাবো পরশ।
পড়বে যখন আলতা পায়ে
থাকবো মেখে তারই সাথে।

যখন চলবে তুমি
তোমার পায়ের ধুলোয় ভরবে আমার দেহ,
কখনও লাগবে তাতে কাঁটা,
তবুও থাকবে না কোনো দুঃখ-
এই জেনে যে, রয়েছি তোমার পায়ে।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৫ই মে,২০২৩,রাত, বারুইপুর