বিদায় বন্ধু
ভালো থেকো।
নিলাম বিদায়
মনে রেখো।
আমি আবার আসব
তোমাদের জন্যই আসব।
তখন দেখলে চিনতে পেরো
আবার ভালোবাসায় ভরিয়ে দিও।
করব সৃষ্টি নতুন করে
জাগবে অনেক সুখ দুঃখ তখনও মনে।
সবই তোমাদের দেব উপহার
তা তোমরা সাদরে গ্ৰহণ করো।
এখন নিলাম বিদায় বন্ধু
তোমরা ভালো থেকো।
আমায় ভুলোনা যেন
তোমাদের মনে স্থান দিও।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৭ই মে,২০২৩,রাত
রচনাকালঃ- ১৯/০৫/২০২৩