হিমালয়কন্যার কাছে এসে জানলুম
পথ আমার হেরে যাওয়া এক নদী
উজানে সাগর মিলে না
ঢেউগুলো বড় অসহায়
বড় বেশী অসহায় করে তোলে
তবু জল মিথ্যে বলে না
কখনও ধরা দেয় না কবিতা
আমি খুলে ফেললে তুই কী দেখবি
আকাশ বড় দিগম্বর
এক অখণ্ড শূন্য
রচনাকালঃ- ০৬/০৯/২০২২