জলেরও অধিক তোর সরলতা 
পবিত্রতা শুধু সামাজিক সংজ্ঞা নয় 
নয় গঙ্গা শুধু বয়ে যাওয়া - আমি জেনেছি
ডেকেছি তাই চন্দ্রাবতী নদীর বোন 
শোন, আমি তোকে ভালোবেসেছি 
হেসেছি সেই অপূর্ব জ্যোত্স্নায়। 


রচনাকালঃ- ২৭/০৮/২০২২