১
সমুদ্রে ডুবে গেল পাথর
জল বুঝলো না
পাপড়ির নিচে অভ্যস্ত জীবন
ঘ্রাণ পেলো না
২
জল, গতি ও নদী -
না বুঝলে জীবনের ত্রিসত্য
থেকে যায় অর্থহীন
স্বর্গ ও মর্ত্য
৩
যে নদী পেল না দু'পারের ঘ্রাণ
শুধু পথচলা তার মান
অপমান
৪
নীরবে ডাকলে সকলে
সাড়া দেয়
৫
জল গতি পেলে দূরত্ব
নদী হয়ে যায়
৬
জল গতি না পেলে
নদী ডুবে যায়
ডোবায়।
রচনাকালঃ- ১৩/০৮/২০২২