পা বাড়িয়ে মনে হলো
স্বরলিপি ঠিক ঠাটে আছে তো
কী জানি - এই রঙ ও রিদমের দোলায় কে দুলবে -
তুমি নাকি অন্তর্ভূমি
এই দ্বন্দ্ব বড় দূরত্বের কোঠায়
তবু সব গান সুরে ও ছন্দে জাগে
চিলেকোঠায়
রচনাকালঃ- ১০/০৮/২০২২
পা বাড়িয়ে মনে হলো
স্বরলিপি ঠিক ঠাটে আছে তো
কী জানি - এই রঙ ও রিদমের দোলায় কে দুলবে -
তুমি নাকি অন্তর্ভূমি
এই দ্বন্দ্ব বড় দূরত্বের কোঠায়
তবু সব গান সুরে ও ছন্দে জাগে
চিলেকোঠায়
রচনাকালঃ- ১০/০৮/২০২২
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
এখানে এপর্যন্ত ০টি মন্তব্য এসেছে।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে যেকোন একজন কবির নামের উপর ক্লিক করুন।
নির্দিষ্ট কোন বিষয়শ্রেণীর উপর লেখা বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে বিষয়শ্রেণীর উপর ক্লিক করুন।