বিবেক আজ পঁচে গেছে
তাইতো বখাটের উৎপাত
মানবতা আজ মরে গেছে
তাইতো সভ্যদের উৎখাত।
গুরুদের নেই আজ সম্মান
আছে দুঃখ আর মানহানি
হুমকি ধমকি হামলা মামলা
আঘাতে আঘাতে প্রাণহানি।
শাসন আজ করতে মানা
শিষ্যরা যেন আজ গুরু
গুরুর জীবনে কতো যন্ত্রনা
যেন তা আজ বৃক্ষহীন মরু।
ধিক! শত ধিক! নব সভ্যতা
নেই যেথায় শিক্ষকের সম্মান
সেই সভ্যতা আজ পঁচে গেছে
যে সভ্যতায় হয় শিক্ষক অপমান।
রচনাকালঃ- ১১/১০/২০২১