নিজের যখন অযোগ্য লাগে ভালো লাগা যেন খুন হয়ে যায়,
একটি গুদামে চিনির প্যাকেট মুখের উপর নুন হয়ে যায়।
যেখানে সেখানে নিজের লাগছে বড় অপমান,
হয়না কোথায় প্রেম বন্ধনে নাহি আসে টান।
একটি বাগানে যতগুলো ফুল থাকে যেন একা একা,
ফুলের গন্ধ পাশ কেটে যায় হয়নি কখনো তবেই দেখা।
নিজেকে যখন অযোগ্য দেখি সবকিছু যেন লাগে তিতা
বাগানের মাঝে মৌচাক মধু তুচ্ছ মনের হয় পরিণতা।
রচনাকালঃ- ০৪/১১/২০২৩