কত অপরাধ হয়ে গেছে জমা,
করে দেন মনে, এই তবে ক্ষমা।
চিত্ত শীতল স্বপন পূজারী,
বলি মহিমায় আপনি সে নারী।

 

চোখের দুয়ারে এত করে রাখে
আপনার মনে যেই জন থাকে।
মুখ সংলাপে দিয়ে গেছি ব্যথা,
এই অপরাধ এই নিরবতা।

 

জানি না চোখের এ কেমন ভাষা,
ছুঁড়ে ফেলে নাকি? বাড়ায় ভরসা।
বুঝিনা হৃদয়ে কত অপমান,
হতে তো পারিনি আকাশ সমান।

 

হৃদয়ের ক্ষোভে ফুঁসছে হৃদয়
দিতে চাই নাই এমন বিদায়!
অদেখা মোহের দেই দাড়ি কমা,
করে দেন মনে ,এই তবে ক্ষমা।


রচনাকালঃ- ০৪/১১/২০২৩