অনেক লোকের ভিরে আমার আমাকে খুঁজি
খুঁজি আমার অস্তিত্ব বাংলা মায়ের বাতাস,
অনেক লোকের ভিরে আমার প্রেমিক খুঁজি
যেথায় নাই হারের যেন তার দীর্ঘশ্বাস।

অনেক নদীর কাছে একটি নদীকে খুঁজি
পদ্ম,মেঘনা যমুনা দিতেছে বঙ্গ ভাসন,
নাঁচছে কোমর ধুলে ঢেউর তালেই জল
জেলে, নেীকা, মাঝি আর প্রকৃতি মাখা আসন।

অনেক লোকের ভিরে অনেক দেশের ভিরে
খুঁজেছি মাটির রস পাইনা কোথায় খুড়ে,
ভাবছি তখন যেন হাজার ধনের ঘিরে
বাংলার আমার প্রিয় আজ থাকি যতদূরে।

পাখির কণ্ঠ আমার আকুল মনে ডাকছে
সবুজ বিলের পাশে প্রজাপতির ডানা,
হাজার পাখির দৃশ্য হাজার সুরের কাছে
চাইনা যেতে দূরেই এমন হাজার মানা।


রচনাকালঃ- ২৩/১০/২০২৩