আয়রে আয় বৃষ্টি

আয়রে আয় বৃষ্টি

মেলে তোর দৃষ্টি

ফুলে ফলে ভরে উঠুক

অপরুপ এই সৃষ্টি

আয়রে আয় বৃষ্টি।

ঝড় ঝড়িয়ে আয়রে নেমে

পাগল পাড়া তোরি প্রেমে

তোর ছোয়াতে ভরিয়ে দে

সকলেরি তুষ্টি।

আয়রে আয় বৃষ্টি।

 


রচনাকালঃ- ২৫/০৯/২০২৩